top of page
AhareMon H Poster wix.png

মধ্য পশ্চিমের মধ্য দুপুরে 
গরম হাওয়ায় ব্যস্ততাতে,
পেরিয়ে হাইওয়ে-র অবাধ্য যানজট
হলিউড পাম্স-এ এলাম চটপট। 

বাংলা ছবি দেখব বলে 
শিকাগোতে আবার করে,
কলেজ দিনে, যেন নতুন ফিল্ম রিলিজ্
নস্ট্যালজিয়ার কি তুমুল হিড়িক !

সিনে ডাইনের জমাটে হল্
মিকি মিনি সুপারম্যানের, তারুণ্যে চঞ্চল,
আড্ডা প্রিয় বাঙালিরা সব 
দলে দলে সেখানে, এলো সত্তর !

ছবি শুরুতে দর্শকের চিয়ার 
মমতা অঞ্জনকে করল আরো ডিয়ার
তবে পার্নো ঋত্বিক কেমন ঝাপসা রয়ে গেল 
শুধু আই-ক্যান্ডির প্রশ্রয় পেল। 

বহুরূপে চাওয়া পাওয়া 
অসুস্থতাকে পেরিয়ে যাওয়া,
সবই সম্ভব স্বপ্ন থাকলে 
যেমন সুদূর প্রবাসে "ছবিঘর" দেখালে ! 

"আহারে মন"-এ, আশাবাদের প্রলেপ পুরু,
হল "মাটি"-র টানের ব্যাপক শুরু।

bottom of page